কিশোরগঞ্জে ‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করি; বাল্যবিয়ে এবং অনাকাঙক্ষিত গর্ভধারণ রোধ করি’ এই স্লোগানে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের (১৮-২৩ ডিসেম্বর) উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৯ ডিসেম্বর) সকালে জেলা শহরের গাইটালস্থ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই প্রচারাভিযানের উদ্বোধন করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা: মো: মুজিবুর রহমান।
কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এস এম খাইরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক (সিসি) ডা: হোসনা বেগম, মেডিকেল অফিসার ডা: হালিমা আখতার, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাছুমা খাতুন সফটি, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: যশোদা দুলাল সাহা, পরিবার পরিকল্পনা বিভাগের ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটেটর মো: শফিকুল ইসলাম ফরায়জী, কিশোরগঞ্জ সদর উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা অফিসার মো: শহীদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।
পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে কিশোরগঞ্জে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত ২৫টি স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পরিবার পরিকল্পনা বিভাগের সেবা দেওয়া হবে। এছাড়া জেলার বিভিন্ন ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে নারীদের পরিবার পরিকল্পনার পদ্ধতি সেবাসহ কিশোরীদের স্বাস্থ্যের নানা বিষয়ে সচেতনতামূলক সমাবেশ করা হবে বলে কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছেন।