বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে কালিহাতী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর সকালে, কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ভাঙ্গাবাড়ী গ্রামে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মেডিকেল ক্যাম্পেইনে মো: শাহজাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগবাড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম বিপ্লব।
মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধন করেন নাগবাড়ী ইউনিয়ন যুব লীগের সভাপতি মো: আয়নাল হক।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ৯নং বল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: সাইফুল ইসলাম, নাগবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: নজরুল ইসলাম, কালিহাতী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মো: গোলাম হোসেন, বল্লা ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোসা: নাসিমা আক্তার রুনু, কালিহাতী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও চলচ্চিত্র অভিনেতা মোঃ সুজন রাজা সহ অত্র এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
এসময় প্রায় ৩ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।