গোবিন্দগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদে ,নির্বাচনী প্রচার প্রচারণায় উচ্চ শব্দযুক্ত প্লাস্টিকের ভেপু বাঁশি এবং উচ্চ ভলিয়ামে মাইক বাজানোয় জনগণকে অতিষ্ঠ করে ফেলছে। নির্বাচনী প্রচার প্রচারণায় এই শব্দ যুক্ত বাঁশি, এবং উচ্চ ভলিয়ামে মাইক বাজানো আচারণ বিধি লঙ্ঘন, কিন্তু মানছেনা কেউ,
এক সময় মিছিল হতো-আমার ভাই তোমার ভাই।…… ভাই।……ভাই। মার্কা আছেরে…..আছে। কোন সে মার্কা ইত্যাদি ইত্যাদি।প্রার্থীর নাম, ওয়ার্ড মার্কা বোঝা যেতো। পাড়া মহল্লার ছেলে বুড়ো, নারী পুরুষ দল বেধেঁ দেখত। কিন্তু এখন সব মিছিল‘ই একই রকম মনে হয়, প্রর্থীকে, প্রতিক কি কিছু বোঝা যায় না, শুধু পো পো আওয়াজ।
সচেতন মহলের পক্ষ থেকে এর প্রতিকারের দাবির পর, উপজেলা প্রসাশন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে আচারণ বিধি লঙ্ঘনের শাস্তি সম্পর্কে উপজেলার প্রার্থীদের অবহিত করেন। এর পর পরেই ১৩ ডিসেম্বর(সোমবার)রাত ১২টায় মহিমাগঞ্জ ইউনিয়নে বাসা বাড়ির ওয়াল থেকে পোস্টার অপসারণ করতে দেখা যায় বিভিন্ন প্রার্থীর কর্মিদের।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু সাঈদ জনান ।নির্বাচনী প্রচারণার কাজে একের অধিক মাইক্রোফোন বা শব্দ বর্ধনকারী অন্য কোন যন্ত্র ব্যবহার করা আচরণবিধির পরিপন্থী এ ক্ষে্ত্রে্ প্রয়োজনীয় ব্যবস্থা্ গ্রহণ করা হবে।