জনগণ এখন সচেতন তাদের ভয়-ভীতি দেখিয়ে কাবু করা যাবেনা। জনগনের চাওয়াই আমার চাওয়া। ইউনিয়ন বাসী আমাকে চেয়েছে, কিন্তু দল আমাকে নৌকা প্রতীক দেননি। তাই জনগনের ইচ্ছায় আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে নির্বাচন করছি। প্রশাসনের কাছে আমার জোরালো অনুরোধ আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন যেন সুষ্ঠ এবং নিরপেক্ষ ভাবে ভোটারগন তাদের ভোট দিতে পারেন। গত শুক্রবার সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল মামুন চেরাগআলী মোড়ে নির্বাচনি প্রচারণায় এক সাক্ষাত কারে এসব কথা বলেন।
তিনি আরো বলেন- দল আমাকে আওয়ামীলীগ থেকে বহিষ্কার করেছে। তাতে আমার কোন দুঃখ নেই, কারণ ইউনিয়ন বাসী আমাকে ভালোবাসে। তাদের ভালোবাসার এবং ভোট দিয়ে ২৬ তারিখের নির্বাচনে আমাকে তারা জয়যুক্ত করবেন। তখন বাংলাদেশ আওয়ামী লীগ দেখতে পারবেন মহাদান ইউনিয়নবাসী সত্যিই মনে প্রাণে কাকে চেয়েছিলেন। তাই সুষ্ঠ নির্বাচনের জন্য আমার মহাদান ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে প্রশাসনের সুদৃষ্টি কামনা করিছি।
বর্তমান চেয়ারম্যান জুয়েল রানাকে দল নৌকা প্রতীক দিয়েছে। কিন্তু মহাদান বাসী আমাকে চেয়েছে তাই নৌকার প্রার্থী বিদ্রোহী হয়ে ঘোড়া প্রতীকে চেয়ারম্যান নির্বাচন করছি। সুষ্ঠু নির্বাচন হলে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ।
এ সময় তার নির্বাচনি প্রচারণায় উপস্থিত ছিলেন- ইউনিয়ন যুব লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলতাফুর রহমান আবুল, ইউনিয়ন যুব লীগের সাবেক যুগ্ন সম্পাদক সোহেল রানা, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক রনি মিয়া, ওয়ার্ড যুব লীগের সভাপতি বিপ্লব প্রমূখ।