বেনাপোল
Mission 90 News
Send an email
ডিসেম্বর ১২, ২০২১সর্বশেষ আপডেট ডিসেম্বর ১২, ২০২১
শার্শায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
০ ১,৪২৬ এক মিনিটেরও কম সময়
যশোরের শার্শায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। “ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে ১০ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান উপজেলা ও আইসিটি কর্মকর্তা আহসান কবির প্রমুখ।
বক্তাগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন বিষয় ভাল ভাবে জেনে সত্যতা যাচাই করে শেয়ার করাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।