চট্টগ্রামেও সদ্যপদ হারানো তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। আজ রবিবার সকালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক এস কে এম তোফায়েল হাসানের আদালতে মামলার আবেদন করা হয়। মামলার অন্য আসামি হলেন- মহিউদ্দীন হেলাল নাহিদ।
মামলার বাদী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের সভাপতি অ্যাডভোকেট এ এস এম বদরুল আনোয়ার বলেন, ‘ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ডা: মুরাদ আজেবাজে মন্তব্য করেছেন। তিনিসহ দুইজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ৩০, ৩১ ধারায় সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে। মামলাটি আদেশের জন্য রেখেছেন আদালত।
সম্প্রতি ফেসবুক লাইভে মুরাদের ওই বক্তব্য নিয়ে আলোচনার মধ্যেই একজন চিত্রনায়িকাকে টেলিফোনে অশালীন মন্তব্য এবং হুমকি দেওয়ার অডিও ফাঁস হলে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে মুরাদ হাসনকে বাদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জামালপুর আওয়ামী লীগের পদ থেকেও তাকে সরানো হয়।
এ ঘটনায় তুমুল আলোচনার মধ্যে বৃহস্পতিবার মধ্যরাতে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন মুরাদ। কিন্তু কানাডা তাকে ফিরিয়ে দেওয়ায় এখন তিনি আরব আমিরাতে আছেন বলে খবর এসেছে।