যার যতটুকু বাকচাতুরতা সর্বস্ব প্রয়োগ করে ভোটারের দ্বারেদ্বারে ভোট চেয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা, ২৬ শে ডিসেম্বর নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জের হোসেনপুরে উৎসবমুখর আমেজে অতিবাহিত হচ্ছে দিন।চা-স্টলগুলিতে ভোর থেকে মধ্য রজনী অবধি চলে আড্ডা।দেখে মনে হয় দুষ গুন বিচারের বিচারিক বেঞ্চ বসেছে।অন্যদিকে প্রার্থীরা দিচ্ছে নম্রতার পরিক্ষা, যে যাই বলুক সব হজম করতে হবে,ভুলেও কারো সাথে রাগ করা যাবে না।
হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৬টি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে এবং দুইটি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীরা হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দলীয় এই ৮ জন প্রার্থী ছাড়া বাকি ১৭ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী এবং বিএনপি সমর্থক প্রার্থী রয়েছেন।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে কর্মী-সমর্থকদের নিয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলার জিনারী ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, মোঃ আঃ ছালাম (নৌকা), মোঃ শাহজাহান সরকার (আনারস), মোঃ আজহারুল ইসলাম (ঘোড়া), আজহারুল ইসলাম (চশমা), মোঃ ইমতিয়াজ উদ্দিন আকন্দ (মোটর সাইকেল) এবং মোঃ সালাহ উদ্দিন হীরা (অটোরিক্সা)।
সিদলা ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, মোঃ কামরুজ্জামান কাঞ্চন (নৌকা), মোঃ কফিল উদ্দিন (আনারস), আব্দুল করিম (চশমা) এবং মোঃ আহাদুল ইসলাম (ঘোড়া)।
গোবিন্দপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, মোহাম্মদ সাইদুর রহমান (নৌকা), মোঃ আবদুর রউফ তালুকদার (চশমা), মোঃ আবুল কাসেম রতন (মোটর সাইকেল), ফরিদ উদ্দিন মাসুদ (অটোরিক্সা), মোঃ শফিকুল ইসলাম হিমেল (আনারস) এবং মোঃ ইব্রাহিম (হাত পাখা)।
আড়াইবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, মোঃ মোছলেহ উদ্দিন (নৌকা) এবং মোঃ খুর্শিদ উদ্দিন (আনারস)।
পুমদী ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আঃ কাইয়ুম (নৌকা), নাজিরুল হায়দার (আনারস), মোঃ কাঞ্চন মিয়া (মোটর সাইকেল) এবং মোঃ মাহাবুবুল হাসান (চশমা)।
শাহেদল ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, শাহ্ মাহবুবুল হক (নৌকা), মোঃ ফারুক মিয়া (হাত পাখা) এবং মোঃ ফিরোজ উদ্দিন (আনারস)।