টাঙ্গাইলের সখিপুরে আর্ত-সন্ধ্যান ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত হয়েছে।
আজ রবিবার ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে সকাল ১১ টায় সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র্যালি বের হয়ে মোখতার ফোয়ারা চত্বর এলাকায় এসে থামে। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সখিপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার, সখিপুর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক কামরুল হাসান আজাদ, আহমেদ শফি, খান রফিক, আর্ত-সন্ধ্যান ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মো: বশির উদ্দিন আশিক, সিনিয়র সহ-সভাপতি রুবেল আহমেদ, সম্পাদক সোহেল রজত, শাফায়েত শিশিরসহ আরো অনেকে বক্তব্য প্রদান করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন- আমরা সখিপুর উপজেলার প্রত্যেকটি পরিবারে একজন করে সেচ্ছাসেবক তৈরি করতে চাই, সখিপুরের কোন অসহায় মানুষ যাতে, অন্ন, বস্ত্র, চিকিৎসার অভাবে মারা না যায়।