নওগাঁর ধামইরহাটে বিজয় দিবসের ৫০ বছর পূর্তী ও রজত জয়ন্তী উপলক্ষে উপজেলা পরিষদের হল রুমে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আজাহার আলী মন্ডল, সহকারী কমিশনার (ভুমি) সিব্বির আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: দেলদার হোসেন, সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম, ধামইরহাট থানার অফিসার ইনচার্জকে এম রাকিবুল হুদা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডা আ: রউফ মন্ডল, আ’লীগ নেতা মো: আবু হানিফ, পৌর কমিশনার মুক্তাদিরুল হোসেন মুক্ত, ধামইরহাট প্রেস ক্লাব সভাপতি মো: আ: আজিজ মন্তল, সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বাবু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাধানগণ সভায় উপস্থিত ছিলেন।