রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র আল-মামুনের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তার ব্যাবসায়িক পাটনার মনিরুজ্জামান আইনজীবীর মাধ্যমে ওই টাকা পরিশোধের জন্য মেয়র কে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে।
আইনজীবী আজমত হোসাইন জানান, জনতা ব্যাংক পুঠিয়া শাখার পাঁচটি চেকের মাধ্যমে মনিরুজ্জামানের কাছ থেকে মেয়র ৩০ লাখ টাকা গ্রহণ করে। কিন্তু সে টাকা ফেরত না দিয়ে আত্মসাত করে টালবাহানা করছেন।
মনিরুজ্জামান জানান, মেয়র মামুন- কনস্ট্রাকশন ও পেট্রোল পাম্পের উন্নয়নের জন্য আমার কাছ থেকে টাকা গুলো নিয়েছিল। পারে টাকা ফেরত দেওয়ার জন্য অনেকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু টাকা না দিয়ে আত্মসাতের চেষ্টা করছে। বিশেষ করে মেয়র নির্বাচিত হওয়ার পর টাকা দিতে অস্বীকার করছে। তাই বাধ্য হয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। এতে কাজ না হলে মামলা করার চিন্তা করছে।