২৮ নভেম্বর (রবিবার) ৩য় ধাপের নির্বাচন উপলক্ষে নীলফামারি জেলায় ভোটের ডিউটি পালনরত অবস্থায় ভোট ছিনতাই কারিদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান শালমারা ইউনিয়নের হাবিরের বাইগুনি গ্রামের বাসিন্দা, বিজিবি সদস্য রুবেল মন্ডল।
তার আকশ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, ৩২ গাইবান্ধার -৪ (গোবিন্দগঞ্জ) এর মাননীয় সংসদ সদস্য জননেতা প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি ও অন্যান্য স্থানীয় রাজনৈতি ব্যক্তিবর্গ।
মরহুমের পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন।