কিশোরগঞ্জ
Mission 90 News
Send an email
নভেম্বর ২৯, ২০২১সর্বশেষ আপডেট নভেম্বর ২৯, ২০২১
নিকলীতে নৌকার বিজয় ৬ টিতে একটি স্বতন্ত্র
০ ১,৪২৭ এক মিনিটেরও কম সময়
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ছয়টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।
বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন সিংপুর ইউনিয়নে মোহাম্মদ আলী, কারপাশা ইউনিয়নে তাকি আমান খান, নিকলী সদর ইউনিয়নে কারার শাহরিয়ার আহামেদ তুলিপ, জারইতলা ইউনিয়নে মো: আজমল হোসেন আফরোজ, গুরুই ইউনিয়নে মো: তোতা মিয়া, ছাতিরচর ইউনিয়নে শামসুজ্জামান চৌধুরী (ইয়ার খাঁন) এবং দামপাড়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো: আনোয়ার হোসেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।