রাজশাহী মহানগরীর ভদ্রার পারিজাত লোকের পাশে বস্তিতে বসবাসরত অসহায় শীতার্ত মানুষের মধ্যে উন্নয়নের অগ্রযাত্রায় রাজশাহীর আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়।
রবিবার ( ২৮ নভেম্বর ) দুপুর ১ টায় বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রায় ২০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রেলওয়ে শ্রমিক লীগের ওপেন লাইন শাখার সভাপতি মো: আকতার আলী। রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি ডা. সিরাজুম মুনির সবুজ সহ রেলওয়ে শ্রমিক লীগ ও মহানগর ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।