নওগাঁন ধামইরহাটে আসন্ন ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেছেন। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার ২৫ নভেম্বর উপজেলার ৮ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত মহিলা আসনে ৯৩ জন ও সাধারণ সদস্য পদে ৩১৫ জন প্রার্থী রিটানিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এবারের নির্বাচনে ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে উমার ও ধামইরহাট এই দুটি ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাঁকি ৬ টি ইউনিয়ন আগ্রাদ্বিগুন, আলমপুর, আড়ানগর, ইসবপুর, জাহানপুর ও খেলনা ইউনিয়নে ব্যলট পেপারে ভোট গ্রহণ হবে।
উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন জানান, উপজেলায় ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ৮ জন, জাতীয় পার্টি মনোনীত ১ জন, জাকের পার্টি মনোনীত ২ জন ও বিদ্রোহী বা স্বতন্ত্র থেকে ৩৫ জনসহ মোট ৪৬ জন চেয়ারম্যান পদ প্রার্থী, সংরক্ষিত ২৪ নারী আসনের জন্য ৯৩ জন ও ৭২টি ওয়ার্ডের জন্য ৩১৫ জন সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।