সখিপুর উপজেলার বহেরাতৈল গণ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি আলহাজ মিয়া আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বহেরাতৈল গণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি বৈঠকে, অভিভাবক সদস্য ও সাবেক ও বর্তমান ছাত্র ছাত্রীরা এ সময় উপস্থিত ছিলেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি জনাব আলহাজ্ব মিয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি বহেরাতৈল গণ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম, এ বিদ্যালয়ের সাথে আমার আত্মার সম্পর্ক, আমি বহেরাতৈল গণ উচ্চ বিদ্যালয়ের প্রথমবার সভাপতি হয়ে, বিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষকদের নিয়মিত ক্লাস করানোর বিষয়ে সচেষ্ট ছিলাম। শিক্ষার্থীদের খোজ খবর রাখতাম, অভিভাবক দের সাথে পরামর্শ করতাম। আমি আশা করি এবারও তার ব্যতিক্রম হবেনা।
বহেরাতৈল গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনাব সাদেকুর রহমান সাদেক বলেন, আমাদের বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মিয়া, বিদ্যালয়ের এবং শিক্ষার্থীদের সব সময়ই খোজ খবর রাখেন। ওনি ভালো কাজ করেছেন এবং শিক্ষক, শিক্ষার্থী, ও অভিভাবকদের সাথে ভালো ব্যবহার করেছেন, শিক্ষার্থীদের সুবিধা অসুবিধার কথা বলতেন। এ জন্য তিনি আজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো সভাপতি নির্বাচিত হলেন।