রাজধানী ঢাকাসহ সারা দেশে পুলিশ সদস্যদেরকে সতর্ক থাকার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (২৩ নভেম্বর) মধ্যরাত থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা।
পুলিশের একাধিক সূত্র জানায়, রাতে এ বিশেষ নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে পুলিশ সদস্যদের ছুটি বাতিল করতেও বলা হয়। ছুটিতে থাকা দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র মতে, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি ঘিরে বিএনপি গত দুই দিন কর্মসূচি পালন করেছে। খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। এ পরিস্থিতিতে কেউ যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে দেশব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা অসত্য তথ্য ছড়ানোর কারণে বিশৃঙ্খলার বিষয়টিতেও নজর রাখা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের একজন অতিরিক্ত উপ-কমিশনার বলেন, রাত ১০টার দিকে তারা মৌখিকভাবে সতর্ক থাকার একটি নির্দেশনা পেয়েছেন।