জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামীণফোন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার পৌর আরামনগর বাজারে (ছাগল হাটী) সংলগ্ন মেইন রোডে এই গ্রামীণফোন সেন্টার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন পৌর মেয়র মনির উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক, পরিদর্শন (তদন্ত) আব্দুল মজিদ, ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল প্রধান মুর্শেদ আহমেদ, সিলেট বিভাগের সার্কেল রিটেইল প্রধান মোহাম্মদ হাসান মাহমুদ, জামালপুরের এরিয়া ম্যানেজার কামাল হোসেন, জামালপুরের রিটেইল চ্যানেল ম্যানেজার এটিএম মোস্তাফিজুর রহমান, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক, সাধারন সম্পাদক ফারুক হোসেন ফিরোজ, সরিষাবাড়ী টেরিটোরি ম্যানেজার কাজী আমিরুল ইসলাম আফিন, সরিষাবাড়ী গ্রামীণফোন সেন্টারের পার্টনার আতিকুর রহমান, সরিষাবাড়ী কাস্টমস ম্যানেজার আমিনুর ইসলাম, কাস্টমস ম্যানেজার সেলিম মিয়াসহ আরো অনেকে।
গ্রামীণফোন সেন্টারের কর্মকর্তারা বলেন, সরিষাবাড়ী থেকে গ্রাহকরা সিম, হ্যান্ডসেট, মডেম, রাউটার, ইন্টারনেট ও ডিজিটাল প্রোডাক্টসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। যা এই সমগ্র এলাকার মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে সহযোগী হবে।