গাইবান্ধা জেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি, মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রখ্যাত আলেম মাওলানা এবাদুর রহমান মাদানী (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২২ নভেম্বর সোমবার বিকেল পৌনে তিনটায় বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি মহিমাগঞ্জ ইউনিয়নের বোচাদহ গ্রামের বাসিন্দা মাওলানা এবাদুর রহমান মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসায় শিক্ষাজীবন শুরু করেন। এরপর পর্যায়ক্রমে তিনি বগুড়া মোস্তাফাবিয়া মাদ্রাসা ও ঢাকা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেন। মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সম্মান ডিগ্রী অর্জন করেন। পরে ঢাকা আলিয়া মাদ্রাসায় উচ্চতর বিষয়ে শিক্ষা গ্রহণের সময়ে সৌদী সরকারের বৃত্তি নিয়ে সৌদী আরবের মদিনা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে লেসান্স ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকেও তিনি আরবি শিক্ষার ওপর আরেকটি উচ্চতর ডিগ্রী অর্জন করেন। মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসায় প্রথমে উপাধ্যক্ষ ও পরে অধ্যক্ষ হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন শেষে ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে তিনি অবসর গ্রহণ করেন।
প্রখ্যাত শিক্ষাবিদ ও বিশিষ্ট আলেম মাওলানা এবাদুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক আব্দুল লতিফ প্রধান, বিশিষ্ট শিল্পপতি ও প্রধান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নাজির হোসেন প্রধান, মহিমাগঞ্জ বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আবু রায়হান চৌধুরী, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী রেজওয়ানুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রধান, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান রুবেল আমিন শিমুল, মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড: মুহাম্মদ মোখলেসুর রহমান, মহিমাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম বকুল, সাবেক অধ্যক্ষ জিয়াউল হক, এমএ মোত্তালিব টেকনিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মশিউর রহমান, মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার দেবনাথ, মহিমাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ প্রধান, রংপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মাসুদা রহমান প্রমূখ।
২৩ নভেম্বর মঙ্গলবার বেলা দু’টায় মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা মাঠে অর্ধলক্ষাধিক মানুষের অংশগ্রহণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক আব্দুল লতিফ প্রধানসহ বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় প্রবাসী ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ মাদানী, অধ্যক্ষ মুহাম্মদ আলী দেওয়ান, বিলাল-বিন-নওয়াব, দুররুল হুদা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত অনেক আলেম ও শিক্ষক উপস্থিত ছিলেন। পরে বোচাদহ গ্রামের পারিবারিব কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।