জামালপুরের সরিষাবাড়ীতে বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, জেলা তথ্য কর্মকর্তার কার্যালয় সরিষাবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকালে ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা শেখ মো: শহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, আবাসিক মেডিকেল কর্মকর্তা শাহেদুর রহমান শাহেদ, মুক্তিযোদ্ধা এমএ লতিফ প্রমুখ।
এ সময় জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক, পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল উপস্থিত ছিলেন।