টাঙ্গাইলের কালিহাতীতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আর করোনা সংক্রমণ প্রতিরোধে উপজেলার এলেঙ্গা পৌরসভা এলাকায় আজ থেকে এক সপ্তাহের জন্য লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
ফলে পৌর এলাকার ব্যস্ততম রাস্তাগুলো জনমানবশূন্য ও ফাঁকা হয়ে গেছে। স্বাস্থ্যবিধি না মানাসহ লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে প্রশাসন।
এদিকে লকডাউনের প্রথম দিনে সার্বিক পরিস্থিতি দেখতে মঙ্গলবার (২২ জুন) সকালে লকডাউন ঘোষিত এলেঙ্গা পৌরসভার অন্তর্গত উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গণি ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী, এলেঙ্গা পৌরসভার মেয়র নূরে আলম সিদ্দিকী সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময় তারা লকডাউন মানতে সকলের সহযোগিতা কামনা করেন।