টাঙ্গাইলের সখীপুরে উচ্চশিক্ষার সূতিকাগার হিসেবে খ্যাত সরকারি মুজিব কলেজে দুটি বিষয়ে অনার্স খোলা থাকলেও ভর্তি হতে পারছে না ছাত্রীরা ।
এ বিদ্যাপিঠটি ১৯৭২ সালে ১৪ ফ্রেব্রুয়ারি মুজিব মহাবিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয় । ২০১৫ সালের ৮ অক্টোবর এই কলেজ সরকারি করণ করা হয় ।
২০১২ সালে রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজকর্ম দুটি বিষয়ে অনার্স খোলার অনুমতি লাভ করে। কিন্তু সরকারি বেধে দেওয়া নীতিমালার কারণে ভর্তি হতে পারছে না ছাত্রীরা, অথচ এই কলেজটি একাদশ, দ্বাদশ ডিগ্রি, সকল শ্রেণিতে ছেলে মেয়ে উভয়েই শিক্ষা গ্রহণ করছে, ব্যতিক্রম হচ্ছে অনার্স ভর্তির বিষয়ে ।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ ড: ছদরুদ্দিন আহমদ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক আমি এই কলেজে আসার পর এই বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছি, অথচ কোনো প্রকার কাজ হয়নি ।
আমরা চাই যেহেতু এই কলেজে সকল শ্রেণীতে ছেলে মেয়ে উভয়েই পড়াশোনা করে আসছে শুধুমাত্র অনার্স লেভেলে এই রকম মেয়েরা ভর্তি হতে পারবে না, এটি ভালো শিক্ষার জন্য অন্তরায়, আমি এই বিষয়টির ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আহ্বান করব, অতি শীঘ্রই তিনি আমাদের এই কলেজে মেয়েদের ভর্তির ব্যাপারে অনুমতি দিবেন ।
যাতে আমরা বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত এই কলেজটি একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে সকলের কাছেই গ্রহণযোগ্য করে তুলতে পারি এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এই কলেজের শিক্ষার্থীরা দেশে – বিদেশে ভূমিকা রাখতে পারে। আরো ১১ টি বিষয়ের উপর অনার্স খোলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে ।
বর্তমানে এই কলেজে ২০২১ সালে অনার্স পরীক্ষার কেন্দ্র হিসেবে মর্যাদা লাভ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত কলেজটি সকল প্রকার সুযোগ – সুবিধা পাবে বলে আমি আশা করছি। শীঘ্রই উর্ধতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধান করা হবে।