জাতীয়
Mission 90 News
Send an email
নভেম্বর ১৫, ২০২১সর্বশেষ আপডেট নভেম্বর ১৫, ২০২১
কথা সাহিত্যিক হাসান আজিজুল হক আর নেই
০ ১,৪২৭ এক মিনিটেরও কম সময়
প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজশাহীতে নিজ বাড়িতে আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ বকুল।
হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। টানা ৩১ বছর ধরে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যাপনা করে ২০০৪ সালে তিনি অবসর যান।