গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকাই হাট বাজারে শনিবার (১৩ নভেম্বর) ভোর রাতে বিপ্লব ট্রেডার্স এর দোকান ঘরের টিনের চাল কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
জানা যায়, শনিবার রাতে বিপ্লব ট্রেডার্সের স্বত্বাধিকারী ৯ নং হরিরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী মো: আজহারুল ইসলাম বিপ্লব সারাদিন বেচাকেনা করে। নির্বাচনী আলোচনা সেরে ব্র্যাক ব্যাংক থেকে লোন উঠানো ৬ লক্ষ ৫০ হাজার টাকা এবং দৈনিক বিক্রির ৩৬,০০০/= হাজার টাকা ক্যাশ ড্রয়ারে রেখে বাড়ি যায়।
১৪ নভেম্বর সকালে দোকানের কর্মচারী এলাচ উদ্দিন দোকান খুলে ক্যাশ ড্রয়ার এলোমেলো দেখে বিপ্লব ট্রেডার্স এর স্বত্বাধিকারী আজহারুল ইসলাম বিপ্লবকে ফোন দিয়ে বিষয়টি যানায়। তিনি দোকানে এসে দেখে ঘরের উপরের চালের টিন কাটা । প্রত্যেকটি সিসি ক্যামেরার লাইন বিচ্ছিন্ন করা এবং ক্যাশে গচ্ছিত রাখা মোট ৬লক্ষ ৮৬ হাজার টাকা নেই।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।