সখীপুর টু বাটাজোড় রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।১৩ নভেম্বর শনিবার সকালে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ৯.২২২ কিমি রাস্তার প্রশস্তকরণ ও পুনর্বাসন কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাড: জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
মুক্তার ফোয়ারা চত্বরে উদ্বোধনী, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার, উপজেলা এলজিইডি প্রকৌশলী এএইচএম ইবনে মিজান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক-ই-রাসেল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, জাহাঙ্গীর তারেক, ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, নজরুল ইসলাম নবু ও খন্দকার আজাদ প্রমুখ।
স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাড, জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
তার বক্তব্যে বলেন, এই রাস্তাটির কাজ শেষ হলে পূর্ব এলাকার মানুষের যাতায়াত আরো সহজ হবে।