টাঙ্গাইলের ভূঞাপুরে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধু নিহত হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলায় গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার রুহলী গ্রামের বাছেদের ছেলে মকবুল হোসেন (১৫), মাটিকাটা গ্রামের ইলিয়াসের ছেলে রাকিব (১৬) ও মৃত রশিদের ছেলে আসাদুল (১৬)। তারা সবাই পরিবহন শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল (বৃহস্পতিবার) মকবুল হোসেন নতুন একটি মোটর সাইকেল কিনে। সেই মোটর সাইকেল নিয়ে শুক্রবার সকালে তিন বন্ধু মিলে ঘুরতে বের হয়। বিভিন্ন এলাকা ঘুরে দুপুরে মাটিকাটা রুহুলী গ্রামে একটি মোড় ঘুরার সময় তাদের মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে থাকা একটি ওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। মোটর সাইকেল দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব মিয়া জানান, মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে ওই তিন কিশোরের মৃত্যু হয়েছে।তাদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।