বেনাপোল প্রতিনিধি- নির্বাচনী সহিংসহতায় বেনাপোলের সীমান্তবর্তী উপজেলা যশোরের শার্শার গোগা ইউনিয়নের আহত আলী ফকির (৫২) আজ ভোরে নিজ বাড়ীতে মারা গেছে। নিহত আলী ফকির পাঁচ ভুলাট গ্রামের মৃত ইউছুপ আলীর ছেলে।
শার্শা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠিছে।
নিহত পরিবারের সদস্যরা জানান, গত ২৩ অক্টোবর গোগা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তবিবর রহমানের মনোনয়ন নিতে তার সমর্থকরা যশোর যান। যশোর থেকে বাড়ী ফেরার পথে গোগা বাজারে রশিদ চেয়ারম্যানের বাহিনী কর্তৃক তবিবর রহমান সমর্থিত ১২ জন আহত হয়। আহত ১২ জনের মধ্যে আজ মারা গেছে আলী ফকির। আহত আলী ফকির শার্শা থানায় রশিদ চেয়ারম্যানের বাহিনীর সদস্যদের নাম উল্লেখ করে শার্শা থানায় একটি মামলাও করেছিলো।
আরও পড়ুন: শার্শার গোগায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ: আহত- ৫০
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, নির্বাচনী সহিংসহায় আহত আলী ফকির মারা গেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।