কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৩ জন, জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীকের ৩ জন ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের ১ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর), সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে রাতে স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
নৌকা প্রতীকের বিজয়ী চেয়ারম্যানরা হলেন, উপজেলার রাউতি ইউনিয়ন পরিষদে মো: ইকবাল হোসেন তারিক, ধলা ইউনিয়ন পরিষদে মো: আফরোজ আলম ঝিনুক ও দামিহা ইউনিয়ন পরিষদে একে মাইনুজ্জামান নবাব।
লাঙ্গল প্রতীকের বিজয়ী চেয়ারম্যানরা হলেন, জাওয়ার ইউনিয়ন পরিষদে মো: এমদাদুল হক রতন, দিগদাইড় ইউনিয়ন পরিষদে মো: আশরাফ উদ্দিন আসাদ ও তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদে মো: সাঈম দাদ খান নওশাদ।
এছাড়া তালজাঙ্গা ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী মো: আবু জাহেদ ভূঞা আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।