নওগাঁর ধামইরহাটে যুব লীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন। সকাল ১১টায় একটি র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব দেলদার হোসেন, সাধারন সম্পাদক মো: সহিদুল ইসলাম, যুগ্ন-সম্পাদক ওবাদুল হক সরকার, সাংগঠনিক খাজা মইন উদ্দিন, সেচ্ছা সেবক লীগের সভাপতি সাবুবুর রহমান, যুবলীগের সাধারন সম্পাদক সোহেল রানা, ছাত্র লীগের সভাপতি আবু সুফিয়ান, যুবলীগ নেতা মাহবুবুল আলম প্রমুখ। সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।