জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহন শ্রমিক ও মালিকদের যে কর্মসুচি তাতে বিএনপি’র সমর্থন থাকবে: মির্জা ফখরুল
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পরিবহন শ্রমিক ও মালিকদের যে কর্মসুচি তাতে বিএনপি অবশ্যই সমর্থন জানাবে বলে মন্তব্য করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বৃহস্পতিবার বিকালে, তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের কালিবাড়ির বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় জেলা বিএনপির সহ সভাপতি আল মামুন, সাধারন সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল আরো বলেন, সরকার জ্বালনি তেলের দাম অস্বাভাবিক ভাবে বাড়িয়ে দিয়েছে। একদিকে যখন দেশের মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে হিমশিম খাচ্ছে, ঠিক সেই সময় স্বাভাবিক ভাবেই জ্বালনি তেলের দাম বৃদ্ধিতে দ্রব্য মূল্য আরো বেড়ে যাবে। বিদ্যুতের দাম প্রতি বছর বেড়ে গিয়ে সাধারণ ভোক্তাদের জন্য অসহনিয় অবস্থা সৃষ্টি করেছে। হঠাৎ করে টিসিবি পণ্যের দামও বাড়িয়ে দেয়া হয়েছে। এতে করে সাধারণ মানুষের উপর এই নির্যাতন আরো বাড়িয়ে দেয়া হলো।
তিনি আরো বলেন, যেহেতু এই সরকার নির্বাচিত নয়, সরকারকে কোথাও জবাবদিহি করতে হয়না, সেহুতে তাদের ব্যাবসায়ী মুনাফা ও পকেট ভাড়ি করার জন্য সমস্ত কিছুর দাম বাড়িয়ে চলছে। সবকিছুর দাম বাড়িয়ে এই সরকার সাধারণ মানুষের সাথে দমণমূলক আচরণ করছে। এতে বিএনপি মনে করে দেশের সামগ্রিক অর্থনীতির উপর প্রচন্ড চাঁপ সৃষ্টি হবে, মানুষের আয় কমে যাবে এবং এ দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বিএনপির দলীয় কর্মসূচি পরবর্তীতে জানানো হবে বলে সাংবাদিকদের জানান মির্জা ফখরুল।