কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ডা: আব্দুল মান্নান মহিলা কলেজের কৃতি শিক্ষার্থী সুমাইয়া বিনতে হাসান জাহিন সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিটে মেধা তালিকায় ৯ম স্থান অধিকার করেছেন।
জানা যায়, ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ৯৩ এবং মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭৩ নম্বর পেয়েছেন। তিনি ডা: আব্দুল মান্নান মহিলা কলেজ থেকে এ বছর জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাশ করেছেন।জাহিন কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের মরহুম ইসমাইল মাস্টারের নাতনি, পোড়াদিয়া ওয়াসিম উদ্দিন খান কলেজের উপাধ্যক্ষ এজেডএম আব্দুল্লাহ হাসান ও আফিফা আক্তারের বড় মেয়ে।
সুমাইয়া বিনতে হাসান জাহিন বলেন, আমি ইংরেজী সাহিত্যে উচ্চ শিক্ষা নিয়ে পিতা এবং দাদার মত শিক্ষকতা পেশাটাকেই বেছে নিতে চাই। কৃতি শিক্ষার্থী বাবা এজেডএম আব্দুল্লাহ হাসান বলেন, মেয়ের সাফল্যে আমি আনন্দিত। মেয়ের উত্তরোত্তর সাফল্যের জন্য সকলের নিকট দোয়া কামনা করি।
এ ব্যাপারে ডা: আব্দুল মান্নান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা সুলতানা বলেন, সুমাইয়া বিনতে হাসান জাহিন একজন মেধাবী ছাত্রী। তার সাফল্যে আমরা খুবই আনন্দিত। তার ভবিষ্যত সাফল্য কামনা করছি।