সখীপুরে ১১ ই নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণ বিধি প্রতিপালন সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩ নভেম্বর) বুধবার, বিকেলে উপজেলা হলরুমে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া সংক্রান্ত বিষয়ের উপর গুরুত্ব দিয়ে প্রধান অতিথির বক্তব্য উপস্থাপন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক ড: মো: আতাউল গণি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান, র্যাব- ১২ কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, ওসি একে সাইদুল হক ভূইয়া, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউল হক।
বক্তারা বলেন, যেকোন মূল্যে নির্বাচন, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা কাজ করছে। ভোটারদের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকবে।
এ সভায় চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণও বক্তব্য রাখেন। এছাড়া পৌর মেয়র, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) হামীম তাবাসসুম প্রভা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।