নওগাঁর ধামইরহাটে আর্ন্তজাতিক যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা, যুব ঋণের চেক ও যুব সংগঠকদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার ১লা নভেম্বর দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।
উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, কৃষি কর্মকর্তা মোসা. শাপলা খাতুন, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত (ওসি) কেএম রাকিবুল হুদা, যুব উন্নয়ন কর্মকর্তা মো: কামরুজ্জামান সরদার, ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাবুবুর রহমান সাবু প্রমুখ।
এ সময় ১৫ জনকে ৭ লাখ ৭০ হাজার টাকার চেক এবং ১ জন যুব সংগঠক ও ৩ জন আত্ম কর্মীদের মাঝে পুরস্কৃত করা হয়েছে।