“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১ নভেম্বর) সকালে, উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা, জাইকা প্রকল্পের ১৪ দিন মেয়াদি বিউটিশিয়ান ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ উদ্বোধন, যুব ঋণের চেক বিতরণ এবং সফল আত্মকর্মী ও যুব সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা সরকারি যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান খান তুহিন, রুস্তম আলী ও আব্দুল হাই প্রমুখ।
অনুষ্ঠানে ৫ জনের মাঝে ৬০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা যুবঋণ এবং ঝাটিবাড়ি যুব আইসিটি ক্লাব, আউলিয়াবাদ যুব আইসিটি ক্লাব ও সফল আত্মকর্মী উজ্জ্বল তালুকদারকে সম্মাননা প্রদান করা হয়।