টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ৯ নং বল্লা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে জনতার মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শুকুর মাহমুদের পক্ষে গণজোয়ার উঠেছে।
আজ সোমবার (১লা নভেম্বর), জনতার মনোনীত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শুকুর মাহমুদের জণসংযোগ ও মোটর সাইকেল শোডাউনে এ গণজোয়ার সৃষ্টি হয়।
অত্র ইউনিয়নের সর্বস্তরের জনগণ তাদের নিজ নিজ খরচে প্রায় ৫ শতাধিক মোটর সাইকেল নিয়ে এই শোডাউনে অংশগ্রহণ করে বল্লা ইউনিয়নের সকল গ্রাম, বাজার ও মহল্লা প্রদক্ষিণ করে।
শোডাউন শেষে উপস্থিত বক্তারা দলমত নির্বিশেষে আসন্ন ৯নং বল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনতার মনোনীত প্রার্থী আলহাজ্ব শুকুর মাহমুদকে চেয়ারম্যান নির্বাচিত করার জন্য অঙ্গিকার করেন।
উল্লেখ্য: আগামী ২৮ শে নভেম্বর ৩য় ধাপে ভোট গ্রহণের কথা রয়েছে। ৯নং বল্লা ইউনিয়নে আলহাজ্ব শুকুর মাহমুদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ।