জামালপুরের মাদারগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে গভীর রাতে শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন নাসিরুদ্দিন। প্রকৃত অসহায়দের আত্মসম্মান রক্ষায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই নিভৃতে এই কার্যক্রম পরিচালনা করা হয়।
কার্যক্রমে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন, ঢাকা মহানগরী উত্তর যুব জামায়াত (বাড্ডা পশ্চিম থানা) সভাপতি নাসিরুদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম এবং ফারুক আহমেদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, শীতের তীব্রতায় অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। সাহায্যপ্রার্থীদের যেন কোনোভাবে ছোট করা না হয়, সেজন্য তাঁরা গভীর রাতে ঘুমন্ত অবস্থায় মানুষের হাতে শীতবস্ত্র পৌঁছে দিয়েছেন।
মাদারগঞ্জের বিভিন্ন এলাকার দরিদ্র, দিনমজুর ও পথচারীরা এই শীতবস্ত্র পেয়ে উপকৃত হয়েছেন। এই নীরব মানবিক সহায়তা আগামীতেও অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন উদ্যোক্তারা।
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব।