কালিহাতীতে তিনদিনব্যাপী কৃষি মেলার বর্ণাঢ্য উদ্বোধন
ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আয়োজন; আধুনিক কৃষি প্রযুক্তির প্রদর্শনীতে মুখর মেলা প্রাঙ্গণ
২০২৫-২৬ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় তিনদিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আশেক পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন।
মেলায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, নার্সারি মালিক ও কৃষি উদ্যোক্তারা তাঁদের স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি ও বৈচিত্র্যময় কৃষি পণ্য প্রদর্শন করছেন। বক্তারা আধুনিক ও বাণিজ্যিক কৃষির উপর গুরুত্বারোপ করে কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের আহ্বান জানান।
আগামী তিনদিন এই মেলা চলবে এবং এতে কৃষি বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও পরিকল্পনা রয়েছে।
কৃষকের সমৃদ্ধি, দেশের উন্নতি—এই স্লোগানে মুখরিত মেলা প্রাঙ্গণ।