জামালপুর-৩ আসনে জামায়াত প্রার্থী আজাদীর মনোনয়ন বৈধ ঘোষণা
ইসির আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন মাওলানা মুজিবুর রহমান আজাদী; নেতাকর্মীদের মাঝে উল্লাস
জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আপিল শুনানি শেষে এই রায় দেওয়া হয়।
গত ৩ জানুয়ারি স্বাক্ষর সংক্রান্ত জটিলতায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী তাঁর মনোনয়ন বাতিল করেছিলেন। এর বিরুদ্ধে ৫ জানুয়ারি আপিল করা হলে কমিশন আজ শুনানি শেষে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করে।
মনোনয়ন ফিরে পাওয়ার পর মাওলানা আজাদী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “অনিচ্ছাকৃত ভুলের কারণে মনোনয়ন বাতিল হয়েছিল। এখন সবাইকে সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করব।”
এই ঘোষণার ফলে জামালপুর-৩ আসনে জামায়াত নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে। তাঁরা নির্বাচনী মাঠে পূর্ণ উদ্যমে নামার প্রস্তুতি নিচ্ছেন।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে কাজ করার অঙ্গীকার প্রার্থীর।