যশোর-১ ও ২: জামায়াত নেতাসহ ৫ জনের প্রার্থিতা বাতিল, পেন্ডিং ৪
ক্রেডিট কার্ড ও দলীয় মনোনয়ন জটিলতায় প্রার্থিতা হারালেন প্রার্থীরা; ৪ জানুয়ারি পর্যন্ত সংশোধনের সুযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে যশোর-১ ও যশোর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদসহ মোট ৫ জনের প্রার্থিতা বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়। বৃহস্পতিবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আশেক হাসান এ তথ্য নিশ্চিত করেন।
যশোর-২ আসন: ক্রেডিট কার্ড বকেয়া থাকায় জামায়াত প্রার্থী ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ, দলীয় মনোনয়ন না থাকায় বিএনপির মোহাম্মদ ইসহক এবং ব্যাংক আপত্তিতে জাপার ফিরোজ শাহের মনোনয়ন বাতিল হয়েছে। ভোটার স্বাক্ষরে গড়মিল থাকায় বাতিল হয়েছে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন।
যশোর-১ আসন: দলীয় মনোনয়ন না থাকায় স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক নেতা মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া তথ্যগত ত্রুটির কারণে বিএনপি প্রার্থী নুরুজ্জামান লিটন ও দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পেন্ডিং রাখা হয়েছে।
রিটার্নিং অফিস জানিয়েছে, ২০ বছর আগের বকেয়া পরিশোধের প্রমাণের ভিত্তিতে এবং অন্যান্য ত্রুটি সংশোধনের জন্য প্রার্থীদের ৪ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে কাগজপত্র দাখিল করলে অনেকে প্রার্থিতা ফিরে পেতে পারেন।
নির্বাচনী আবহে এই বাতিল ও পেন্ডিংয়ের খবরটি যশোরের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।