আতশবাজি নয়, মানবতার উষ্ণতা: থার্টি ফার্স্ট নাইটে শীতার্তদের পাশে ‘রূপসী নওগাঁ’
২০০ জন শীতার্তকে কম্বল ও ১৫০ জনকে খাবার প্রদান; নওগাঁ শহর ও শান্তাহার স্টেশনে গভীর রাতে মানবিক সেবা
থার্টি ফার্স্ট নাইট যে রাতটি সাধারণত উৎসব আর আতশবাজির ঝলকানিতে কাটে, সেই রাতেই মানবতার উষ্ণতা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’। ৩১ ডিসেম্বর বুধবার রাতে নওগাঁ শহরের বিভিন্ন এলাকা ও সান্তাহার রেলস্টেশনে ঘুরে ঘুরে ২০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র এবং ১৫০ জন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডেন্টিস্ট খালেদ বিন ফিরোজ বলেন, “থার্টি ফার্স্ট নাইট আমাদের কাছে আত্মজিজ্ঞাসা ও দায়িত্ববোধের সময়। আতশবাজির আলো ক্ষণস্থায়ী, কিন্তু মানবতার আলো দীর্ঘস্থায়ী। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের এই উদযাপনের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাজু রহমান সুজন, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাদ্দাম, উপদেষ্টা কাজী কামাল হোসেন, শাবিপ্রবি লেকচারার সাদেকিন ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা। সাধারণ সম্পাদক সাজু রহমান জানান, আনন্দ উদযাপনের পরিবর্তে অসহায় মানুষের জন্য নির্ভরতার প্রতীক হয়ে থাকতে চায় ‘রূপসী নওগাঁ’।
গভীর রাতের কনকনে শীতে এই মানবিক সহায়তা ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটিয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, এমন উদ্যোগ তরুণ সমাজকে উৎসবের ভিন্ন ও ইতিবাচক রূপ দিতে অনুপ্রাণিত করবে।