টাঙ্গাইলের ৮টি আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা; ৭৯ জনের মনোনয়ন পত্র সংগ্রহ
রবিবার পর্যন্ত ৭৯ জন সংগ্রহ করলেও আজ শেষ মুহূর্তে ভিড়; লড়াইয়ের চূড়ান্ত তালিকায় কারা?
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। আজ সোমবার (২৯ ডিসেম্বর) ছিল মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত শেষ দিন। বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম জানিয়েছেন, রবিবার (২৮ ডিসেম্বর) পর্যন্ত জেলাজুড়ে মোট ৭৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে চারজন আগেভাগেই তাদের আবেদন জমা দিয়েছিলেন। তবে আজ শেষ দিনে বড় দলগুলোর মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের জমাদানের হিড়িক পড়ে।
টাঙ্গাইল-৫ আসনে সালাউদ্দিন টুকুর মনোনয়নপত্র জমা:
আজ সোমবার বিকেলে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শরীফা হকের কাছে তিনি এই আবেদন পত্র হস্তান্তর করেন। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
আসনভিত্তিক মনোনয়নপত্র সংগ্রহের চিত্র (রবিবার পর্যন্ত):
- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি): ৭ জন (ইতিমধ্যেই জমা দিয়েছেন ২ জন)।
- টাঙ্গাইল-৫ (সদর): ১৪ জন (সর্বোচ্চ সংগ্রহ)।
- টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার): ১৮ জন (সবচেয়ে বেশি প্রার্থী হওয়ার সম্ভাবনা)।
- অন্যান্য আসন: টাঙ্গাইল-২ (৫ জন), টাঙ্গাইল-৩ (৮ জন), টাঙ্গাইল-৪ (৯ জন), টাঙ্গাইল-৭ (৯ জন) এবং টাঙ্গাইল-৮ আসনে ৯ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর আগামী কয়েকদিন চলবে যাচাই-বাছাই প্রক্রিয়া। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। টাঙ্গাইলের ৮টি আসনেই এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে বড় দলগুলোর বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচনী মাঠ বেশ সরগরম হয়ে উঠেছে।