গোবিন্দগঞ্জে দেয়াল কেটে ১২ লাখ টাকা চুরি
ইউনিলিভারের ডিস্ট্রিবিউটর অফিসে দুর্ধর্ষ চুরি; ড্রিল মেশিন দিয়ে দেয়াল কেটে ভল্ট লুটে নিয়েছে মাস্কধারী চোরেরা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউনিলিভারের ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান মেসার্স এস এম ট্রেডার্সের অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ভবনের পেছনের দেওয়াল কেটে অফিসে ঢুকে প্রায় ১২ থেকে ১৩ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। রোববার (২৮ ডিসেম্বর) ভোর রাতে পৌর শহরের পান্তাপাড়ায় এ ঘটনা ঘটে।
স্বত্বাধিকারী সৈয়দ আশরাফুল আলম মানিক বলেন, “সকালে এসে দেখি লকার ও ড্রয়ার ভেঙে বিপুল পরিমাণ টাকা চুরি করা হয়েছে। এর আগেও এখানে চুরির ঘটনা ঘটেছে, ফলে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে।” প্রতিষ্ঠানটির ম্যানেজার আপেল মিয়া দ্রুত টাকা উদ্ধার ও জড়িতদের গ্রেফতার দাবি করেছেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাস্ক পরা চোরেরা ড্রিল মেশিন ব্যবহার করে দেয়াল কেটে ভেতরে প্রবেশ করেছিল বলে সিসিটিভি ফুটেজে প্রাথমিক আলামত পাওয়া গেছে।