ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন নওগাঁ-৫ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। মূলত জামায়াতের সাথে দলের নির্বাচনী সমঝোতার প্রতিবাদে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
ফেসবুক পোস্টে যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, “এই দল জামায়াতের সাথে ৩০টি আসনে সমঝোতা করবে তা আমার জানা ছিল না। আমি এনসিপি-র স্বতন্ত্র শক্তিতে বিশ্বাসী। দলের চেয়ে গণ-অভ্যুত্থান ও মানুষের প্রতি দায়বদ্ধতা আমার কাছে বড়।”
তিনি আরও জানান, দল থেকে পদত্যাগ না করলেও নৈতিকতা বিসর্জন দিয়ে তিনি রাজনীতি করতে ইচ্ছুক নন। গত ১০ ডিসেম্বর নওগাঁ-৫ (সদর) আসন থেকে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। তার এই আকস্মিক প্রার্থিতা প্রত্যাহার নওগাঁর নির্বাচনী সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

