নওগাঁয় হাড়কাঁপানো শীত: বিপাকে নিম্নআয়ের মানুষ
সূর্যহীন দিনে নেই কাজ; শূন্য হাতে ফিরছেন দিনমজুররা; জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি
নওগাঁয় পৌষের শুরু থেকেই বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশা আর হিম বাতাসে জবুথবু অবস্থা এ অঞ্চলের মানুষের। রোববার (২৮ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নআয়ের দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। কাজের সন্ধানে মুক্তির মোড় বা ব্রিজের মোড়ে এসেও অনেককে শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে।
কাজের খোঁজে আসা শ্রমিক আবুল কাশেম (৭০) ও হাজের আলী (৬৫) জানান, তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে মানুষ কাজ দিচ্ছে না। পেটের তাগিদে হাড়কাঁপানো ঠান্ডায় ঘর থেকে বের হলেও কাজ না পেয়ে জীবন চালানো দায় হয়ে পড়েছে।
বদলগাছি আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ এবং সূর্য না ওঠায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়ার এই পরিস্থিতি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে তিনি সতর্ক করেছেন।
শীতের কারণে শুধু কর্মহীনতাই নয়, শ্রমজীবী মানুষের মাঝে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত নানা রোগব্যাধিও ছড়িয়ে পড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।