শতবর্ষের মোহনায় প্রাক্তন ও বর্তমানদের মিলনমেলা টাঙ্গাইলের রামপুর বিদ্যালয়ে
“এসো মিলিত হই শেকড়ে”—আবেগে আপ্লুত প্রবীণ শিক্ষার্থীরা; বর্ণাঢ্য আয়োজনে মুখরিত শৈশবের আঙিনা
১০০ বছরের গৌরবময় পথচলা! “শতবর্ষের আহবানে, বিজয়ের জয়গানে, এসো মিলিত হই শেকড়ে”—এই আবেগঘন শ্লোগান নিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপিত হয়েছে।
গত শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে বসেছিল এক অভূতপূর্ব মিলনমেলা। বর্ণাঢ্য র্যালির মাধ্যমে উৎসবের সূচনা হয়। কর্মসূচির মধ্যে ছিল কৃতি শিক্ষার্থীদের স্মারক ও ক্রেস্ট প্রদান, দোয়া মাহফিল, আলোচনা সভা, মধ্যাহ্নভোজ এবং আকর্ষণীয় রেফেল ড্র।
ডুয়েটের প্রফেসর প্রকৌশলী ডক্টর নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান খান। এছাড়াও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল ডাঃ আব্দুর রহিম, প্রকৌশলী শফিকুল ইসলাম ও উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ বরেণ্য ব্যক্তিবর্গ।
শতবর্ষের এই অনুষ্ঠানে বিদ্যালয়ের নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা একে অপরের সাথে দেখা হতেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। কর্মব্যস্ত জীবনের যান্ত্রিকতা ভুলে শৈশবের আঙিনায় পুরনো বন্ধুদের ফিরে পেয়ে অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়েন। দিনটি ছিল যেন হারানো শৈশবকে আরও একবার নতুন করে ফিরে পাওয়ার। বিদ্যালয়ের এই শতবর্ষী ঐতিহ্যকে ধরে রাখতে এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে আগামী দিনেও সবাই ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।