আমতলীতে তরমুজ খেতে বিষ প্রয়োগ; ৪ হাজার চারা নিধনের অভিযোগ
জমি নিয়ে বিরোধের জেরে গভীর রাতে আগাছা দমননাশক স্প্রে; ২ লাখ টাকার ক্ষতির মুখে কৃষক রিয়াজ প্যাদা
আমতলী উপজেলার ডালাচারা গ্রামের তরমুজ চাষী রিয়াজ প্যাদার চার হাজার তরমুজ চারায় আগাছা দমননাশক ঔষধ প্রয়োগ করে চারা মেরে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। আমতলী উপজেলার কুকুয়া গ্রামের রিয়াজ প্যাদা গুলিশাখালী ইউনিয়নের মফিজ ফকিরের জমি বন্দোবস্ত নিয়ে এই চাষ করেছিলেন।
অভিযোগ রয়েছে, জমি প্রস্তুতের সময় ওই গ্রামের নজরুল ইসলাম মুন্সি তাকে বাধা দেন। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে তিনি চার হাজার চারা রোপণ করেন। বুধবার রাতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করলে বৃহস্পতিবার সকালে চারাগুলো ঢলে পড়তে দেখা যায়। ভুক্তভোগী চাষী জানান, এতে তাঁর অন্তত ২ লাখ টাকা ক্ষতি হয়েছে। তবে অভিযুক্ত নজরুল ইসলাম মুন্সি এই অভিযোগ অস্বীকার করেছেন।
আমতলী উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ রাসেল বলেন, “আগাছা দমননাশক ঔষধ দেয়া তরমুজ চারা ভালো করতে কৃষককে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছে।” অন্যদিকে, আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ক্ষতিগ্রস্ত চাষী রিয়াজ প্যাদা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।