গোবিন্দগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; চার সন্তানের জননীর মরদেহ উদ্ধার
স্বামীর দ্বিতীয় বিয়ের জেরে দীর্ঘদিনের পারিবারিক কলহ; সোনাইডাঙা তেঁতুলতলী গ্রামে শোকের ছায়া
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ফুলমতি (৪৫) নামে এক চার সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের সোনাইডাঙা তেঁতুলতলী গ্রামে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফুলমতি ওই গ্রামের নেদা প্রধানের মেয়ে এবং ফয়েজ উদ্দিনের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে ফয়েজ উদ্দিনের সঙ্গে ফুলমতির বিয়ে হয়। তবে কয়েক বছর আগে ফয়েজ দ্বিতীয় বিয়ে করার পর থেকেই পরিবারে চরম কলহ শুরু হয়। দীর্ঘদিন ধরে এই পারিবারিক অশান্তির মধ্যেই বসবাস করছিলেন ফুলমতি। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রতিবেশীরা বাড়ির ভেতরে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে প্রবেশ করেন। সেখানে ফুলমতির নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন এবং মরদেহটি নিচে নামান।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, “মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পায়ার পরই নিশ্চিত হওয়া যাবে।”
নিহত ফুলমতির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
