অপেক্ষার অবসান: ঢাকার মাটিতে তারেক রহমান
সিলেটে যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকায় অবতরণ; প্রিয় নেতাকে বরণে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট
দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রিয় জন্মভূমি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৩৯ মিনিটে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওয়ানা হয়ে আজ সকাল ৯টা ৫৭ মিনিটে তিনি প্রথম সিলেটে অবতরণ করেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই এক আবেগঘন ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, “অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!” সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে তিনি পুনরায় ঢাকার উদ্দেশে রওয়ানা হন।
ঐতিহাসিক প্রত্যাবর্তন ও সফরসঙ্গী:
তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ২০০৮ সালে ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর আজই প্রথম তিনি দেশের মাটিতে ফিরলেন। প্রিয় নেতাকে বরণে বিমানবন্দর থেকে কুড়িল ও পূর্বাচল ৩০০ ফিট এলাকা এখন লোকে লোকারণ্য।
স্মরণকালের বড় সংবর্ধনা: তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট হাইওয়ে এলাকায় নির্মাণ করা হয়েছে এক সুবিশাল মঞ্চ। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি সেই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ নেতাকর্মী শীত উপেক্ষা করে সেখানে অবস্থান নিয়েছেন। সবার মুখে এখন একটাই স্লোগান— ‘লিডার আসছে, লিডার আসছে!’
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারেক রহমানের নিরাপত্তায় তিন স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে। প্রিয় নেতার এই ফেরা ঘিরে দেশজুড়ে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।