বাংলাদেশের আকাশে ৬,৩১৪ দিন পর; বুলেটপ্রুফ গাড়িতে ৩০০ ফিট যাবেন তারেক রহমান
সিলেটে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে ‘বিজি ২০২’ ফ্লাইট; প্রিয় নেতাকে বরণে জনসমুদ্রে পরিণত ৩০০ ফিট
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মাতৃভূমি বাংলাদেশে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি ২০২’ ফ্লাইটটি সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছে।
দেশের আকাশসীমায় প্রবেশের পরপরই তারেক রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!” প্রিয় নেতার এই বার্তা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
নিরাপত্তা ও বুলেটপ্রুফ গাড়ি:
তারেক রহমানের কড়া নিরাপত্তা নিশ্চিত করতে আজ ভোর ৭টার আগেই একটি বিশেষ বুলেটপ্রুফ গাড়ি শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছে। বিমানবন্দর থেকে ৩০০ ফিট সংবর্ধনা মঞ্চ এবং পরবর্তীতে হাসপাতাল ও বাসভবনে যাতায়াতের জন্য তিনি এই গাড়িটি ব্যবহার করবেন। এছাড়া বিমানবন্দর এলাকায় সোয়াট ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে তিন স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
৩০০ ফিটে জনসমুদ্র: তারেক রহমানকে বরণ করে নিতে রাজধানীর কুড়িল থেকে পূর্বাচল ৩০০ ফিট সড়ক এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। তীব্র শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো নেতাকর্মী সেখানে অবস্থান করছেন। সংবর্ধনা মঞ্চে তারেক রহমানই থাকবেন একমাত্র বক্তা। জনভোগান্তি এড়াতে বিএনপি বড় কোনো জনসভার পরিবর্তে এই সংক্ষিপ্ত কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছে।
দলীয় সূত্র অনুযায়ী, বিমানবন্দর থেকে সরাসরি ৩০০ ফিট সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তারেক রহমান। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি বিকেল ৪টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন। এরপর তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ফিরবেন। প্রিয় নেতার আগমন ঘিরে রাজধানীজুড়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।