গোবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অন্তঃসত্ত্বা নারী নিহত
ডাক্তার দেখাতে যাওয়ার পথে প্রাণ হারালেন শেফালী বেগম; ঘাতক ট্রাক আটক; পরিবারে ও এলাকায় শোকের ছায়া

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা–দিনাজপুর মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শেফালী বেগম (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কাটামোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম সাহেবগঞ্জ গ্রামের রেজাউল করিমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল করিম তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাটামোড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ঢাকাগামী মালবাহী ট্রাক (ঢাকা-মেট্রো-ট ১৩-৪৫২৫) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শেফালী বেগমের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহত শেফালী বেগম বিবাহিত জীবনে দুই সন্তানের জননী ছিলেন। এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।