দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষ; ঢাকার পথে তারেক রহমান
স্ত্রী ও কন্যাসহ লন্ডন ছাড়ছেন আজ; আগামীকাল বেলা ১১টা ৫৫ মিনিটে নামবেন ঢাকায়
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ বুধবার (২৪ ডিসেম্বর) নিজ মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশে লন্ডন ছাড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-২০২’ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।
তারেক রহমানের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বহনকারী ফ্লাইটটি অবতরণ করবে।
বিমানবন্দরে না আসার বিশেষ অনুরোধ:
স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি দেশব্যাপী ব্যাপক প্রস্ততি নিলেও তারেক রহমান নেতাকর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, “২৫ তারিখ আমি দেশে ফিরব, তবে অনুরোধ করছি সেদিন কেউ বিমানবন্দরে যাবেন না। যারা এই অনুরোধ রাখবেন, তাঁরা দল ও দেশের সম্মানের প্রতি মর্যাদা দেবেন।” জনভোগান্তি এড়াতেই তিনি এমন কড়া নির্দেশনা দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ২০০৮ সালে ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন গিয়েছিলেন তারেক রহমান। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর দেশে ফেরার পথ প্রশস্ত হয়। তাঁর আগমন ঘিরে এরই মধ্যে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
তারেক রহমানের মিডিয়া টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিমানবন্দরে অবতরণের পর তিনি সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধ অথবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে পারেন। প্রিয় নেতাকে একনজর দেখতে সারাদেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী এরই মধ্যে ঢাকায় ভিড় করতে শুরু করেছেন।